হোম > সারা দেশ > ঢাকা

আবারও এমপি হব, কোনো ভুল নাই: সংসদে নজিবুল বশর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হবে বলে জাতীয় সংসদকে নিশ্চয়তা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আজকের প্রধানমন্ত্রী যেমন আবার প্রধানমন্ত্রী হবেন। আমিও তরিকত ফেডারেশনের পক্ষ থেকে এমপি হব, এই ব্যাপারে কোনো ভুল নাই। তখন হয়তো আমি আমার বাকি কাজ করে নেব।’ 

আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। 

আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ওই নির্বাচনে বিএনপি আসুক আর না আসুক কিচ্ছু আসে যায় না। ১৪ দলীয় জোট নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে।’ ১৪ দলীয় জোট সক্রিয় আছে উল্লেখ করে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

দেশের উন্নয়নের জন্য দরকার ক্ষমতার ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে নজিবুল বশর বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপি স্বাধীনতা বিরোধী জামায়াতসহ মুক্তিযুদ্ধ চলাকালীন যারা বিরোধিতা করেছেন তাদের যোগসাজশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে।’

নজিবুল বশর বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) যত ষড়যন্ত্র করুক। নির্বাচন করুক আর না করুক সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।’ 

নজিবুল বশর বলেন, ‘আমার কাছে যতটুকু খবর আছে আগামী আগস্ট মাস থেকে তারা (বিএনপি-জামায়াত) আবার খুনোখুনি শুরু করবে। তাদের ষড়যন্ত্র সেভাবেই এগিয়ে যাচ্ছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসে দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে চান। খুনোখুনি, রাহাজানী, জঙ্গি তৎপরতা বৃদ্ধি করবে। এই ব্যাপারে সরকারকে সচেতন থাকার জন্য বলছি।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার