হোম > সারা দেশ > ঢাকা

ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর ফকিরাপুলে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। আজ রোববার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে ফকিরাপুলের গরম পানির গলির একটি বাড়ির ৪র্থ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— কামরুন্নেসা রোজিনা (৪৫), তাঁর ছেলে রিয়াজ হোসেন (২১) এবং কামরুন্নেসার বোন কুলসুমা আক্তার (৩০)।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, কুলসুমার শরীরের ১২ শতাংশ, রোজিনার ২ শতাংশ এবং রিয়াজের ১৫ শতাংশ হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে কর্মকর্তা রাফি আল ফারুক জানান, ফকিরাপুলের একটি বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। তবে ইউনিটগুলো পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। ধারণা করা হচ্ছে, গ্যাস থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ইব্রাহিম খলিল বলেন, ওই বাড়ির চতুর্থ তলায় তাঁরা তিনজন ভাড়া থাকেন। বাসায় রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করতেন তাঁরা। সকাল থেকে বাসায় দুটি চুলায় রান্না করছিলেন ওই দুই বোন। এ সময় সেখানে গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হয়। খবর পেয়ে তিনি বাসায় গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

খলিল আরও জানান, বাসাটিতে আগে তিতাসের গ্যাস লাইন ছিল। তবে বছরখানেক আগে সেই লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এরপর থেকে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতেন তাঁরা। ধারণা করছেন, সিলিন্ডারের লিকেজের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দগ্ধদের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। রিয়াজ রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের অনার্সের শিক্ষার্থী।

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না