সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচন, আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এবং আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। আজ সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে থেকে শুরু হয়ে কদম ফোয়ারা ও জাতীয় ঈদগাহ মায়দানের সামনের সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে আবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে এসে তা শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্ট বারে পুলিশ ঢুকিয়ে তারা ভোট ডাকাতি করেছে। ভবিষ্যতে তারা বিচার বিভাগ ডাকাতি করবে। সুতরাং প্রধান বিচারপতিকে পুলিশি হামলার বিচার করতে হবে। সুপ্রিম কোর্ট বারে কোনো নির্বাচন হয়নি। সুপ্রিম কোর্ট বারে নতুন করে নির্বাচন দিতে হবে। অন্যথায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আন্দোলন চলবে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অবিলম্বে সুপ্রিম কোর্ট বারে নির্বাচন দিতে হবে। আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ রাস্তায় নেমেছে, আর রাস্তা থেকে উঠবে না।