হোম > সারা দেশ > ঢাকা

ধোলাইখালে বিএনপি-পুলিশ সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৬ জন ঢামেকে

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ছাত্রদলের নেতাসহ ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে একে একে তাঁরা হাসপাতালে আসেন। সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। তবে তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি। পুলিশ বলছে, তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল (৩০), ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম (৩০), কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির (২৯), কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম (৩২), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুল আজিজ মাহমুদ (২৮) ও বিএনপির কর্মী ওবায়দুল (৪০)।

আহতরা জানান, তাঁরা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের শটগানের গুলি এবং ইট-পাটকেলের আঘাতে তাঁরা আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাঁদের কয়েকজনের শরীরে শটগানের গুলি ও ইট-পাথরের আঘাত রয়েছে। সবাই চিকিৎসাধীন রয়েছেন।

মাদারীপুর জেলা: ৯১ ইটভাটার সব কটিই অবৈধ

মাহদীর মুক্তির দাবিতে বৈছাআ নেতা-কর্মীদের শাহবাগ অবরোধ

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!