হোম > সারা দেশ > ঢাকা

ধোলাইখালে বিএনপি-পুলিশ সংঘর্ষে ছাত্রদল নেতাসহ আহত ৬ জন ঢামেকে

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে ছাত্রদলের নেতাসহ ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে একে একে তাঁরা হাসপাতালে আসেন। সংঘর্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আহত হয়েছেন। তবে তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি। পুলিশ বলছে, তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মহিউদ্দিন রুবেল (৩০), ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নাট্যবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম (৩০), কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির (২৯), কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম (৩২), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুল আজিজ মাহমুদ (২৮) ও বিএনপির কর্মী ওবায়দুল (৪০)।

আহতরা জানান, তাঁরা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের শটগানের গুলি এবং ইট-পাটকেলের আঘাতে তাঁরা আহত হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাঁদের কয়েকজনের শরীরে শটগানের গুলি ও ইট-পাথরের আঘাত রয়েছে। সবাই চিকিৎসাধীন রয়েছেন।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি