হোম > সারা দেশ > ঢাকা

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ১৫ জুন বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবুল হাসান। 

তিনি বলেন, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কমিটিতে স্থান না পাওয়া বিদ্রোহীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। 

আবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব সিসি ফুটেজ সংগ্রহ করে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

গত ২ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি, আর নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর ১৫ জুন ছাত্রদলের ২৬০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন ওই কমিটিতে ৪১ জনকে সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১২ জনকে। 

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে আমাদের কারোর সম্পৃক্ততা নেই। আমরা সভা করছিলাম। অপর পাশে কয়েকটি বিস্ফোরণ হয়। আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য সরকারের ভেতরের এজেন্টরাই এটা করেছে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি