হোম > সারা দেশ > ঢাকা

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ১৫ জুন বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবুল হাসান। 

তিনি বলেন, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কমিটিতে স্থান না পাওয়া বিদ্রোহীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। 

আবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এসব সিসি ফুটেজ সংগ্রহ করে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। 

গত ২ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি, আর নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর ১৫ জুন ছাত্রদলের ২৬০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন ওই কমিটিতে ৪১ জনকে সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে ১১২ জনকে। 

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে আমাদের কারোর সম্পৃক্ততা নেই। আমরা সভা করছিলাম। অপর পাশে কয়েকটি বিস্ফোরণ হয়। আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য সরকারের ভেতরের এজেন্টরাই এটা করেছে।’

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ