হোম > সারা দেশ > ঢাকা

ওয়াসা ও গণপূর্তের তিন ভবনে মশার লার্ভা, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে ওয়াসা ও গণপূর্তের মালিকানাধীন তিনটি ভবনসহ ১৭ ভবনের কর্তৃপক্ষ সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে ১৪ মামলায় ২ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ ডিএসসিসির এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সেন্ট্রাল রোড এলাকার অভিযানে আদালত ৩০টি স্থাপনা পরিদর্শন করেন এবং একটি বাড়ি ও দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

এ ছাড়া ১০ নং ওয়ার্ডের মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার অভিযানে আদালত ৫০টি ভবন পরিদর্শন করেন আদালত। এ সময় রাজারবাগ পুলিশ লাইনসে টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গণপূর্তের নির্মাণাধীন তিনটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

পাশাপাশি ১৪ নম্বর ওয়ার্ডের ১৫টি স্থাপনা পরিদর্শন এবং মশার লার্ভা পাওয়ায় গ্রীন এগ্রো ট্যানারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা; কাজী আলাউদ্দিন রোড এলাকায় ২৫টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং আজাহার মার্কেট কর্তৃপক্ষকে ৫০ হাজার ও একটি ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা; ৫০ নং ওয়ার্ডের দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার ২০টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন এবং একটি একটি বাড়ি ও একটি দোকান মালিককে ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

জনতাবাগ, দনিয়া ও কদমতলী এলাকার অভিযানে আদালত ৫৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। 

ডিএনসিসির উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে ৪টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা, পল্লবী এলাকায় পরিচালিত অভিযানে ৫টি মামলায় ২ লাখ ৫ হাজার টাকা, বনানী বারিধারা এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে তিনটি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন