এডিস মশার বংশবিস্তার প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অভিযানে ওয়াসা ও গণপূর্তের মালিকানাধীন তিনটি ভবনসহ ১৭ ভবনের কর্তৃপক্ষ সাড়ে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে ১৪ মামলায় ২ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ডিএসসিসির এলিফ্যান্ট রোড, সেন্ট্রাল রোড, মতিঝিল, হাজারীবাগ, কদমতলী, দনিয়া ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোড ও সেন্ট্রাল রোড এলাকার অভিযানে আদালত ৩০টি স্থাপনা পরিদর্শন করেন এবং একটি বাড়ি ও দুটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়া ১০ নং ওয়ার্ডের মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকার অভিযানে আদালত ৫০টি ভবন পরিদর্শন করেন আদালত। এ সময় রাজারবাগ পুলিশ লাইনসে টেলিকম ভবনের বিপরীত পাশে ওয়াসা ও গণপূর্তের নির্মাণাধীন তিনটি ভবনে মশার লার্ভা পাওয়ায় ভবনগুলোর নির্মাণ কার্যক্রমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৩ মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনতাবাগ, দনিয়া ও কদমতলী এলাকার অভিযানে আদালত ৫৯টি স্থাপনা পরিদর্শন করেন এবং ৬টি ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
ডিএনসিসির উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে ৪টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা, পল্লবী এলাকায় পরিচালিত অভিযানে ৫টি মামলায় ২ লাখ ৫ হাজার টাকা, বনানী বারিধারা এলাকায় পরিচালিত অভিযানে ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং উত্তরা এলাকায় পরিচালিত অভিযানে তিনটি মামলায় ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।