হোম > সারা দেশ > ঢাকা

রোকেয়া প্রাচীর বিরুদ্ধে মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিথ্যা তথ্যপ্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগে অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলা খারিজের আদেশ দেন।

ট্রাইব্যুনাল আদেশে উল্লেখ করেন, মামলা গ্রহণ করার মত কোনো উপাদান বাদীর অভিযোগে নেই বিধায় মামলা খারিজ করা হলো। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

সকালে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন মুছাব্বির হাসান ওরফে সজিব নামে এক ব্যক্তি। ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। বিকেলে মামলাটি খারিজ করে দেন।

মামলায় অভিযোগ করা হয়, বর্তমানে দেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অর্জিত সফলতা ভিন্ন খাতে প্রবাহিত করতে চান রোকেয়া প্রাচী। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে বাধাগ্রস্ত করে ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের রক্ষা করে পুনর্বাসনের উদ্দেশ্যে বাংলাদেশের কোনো গণমাধ্যমে বক্তব্য বা সাক্ষাৎকার না দিয়ে গত ১৬ আগস্ট সন্ধ্যায় ভারতের গণমাধ্যমে আক্রমণাত্মক, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাক্ষাৎকার ও বক্তব্য দেন। 

এই বক্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিতে চেয়েছিলেন যা সাইবার নিরাপত্তা আইনে অপরাধ।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা