হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বিএনপির সঙ্গে সংলাপের পর নির্বাচনের রোডম্যাপ দিন: রিপন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

‘অন্তর্বর্তী সরকারের প্রধানকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আগামীকাল বিএনপির সঙ্গে আপনার সংলাপ অনুষ্ঠিত হবে। আশা করি, এই সংলাপের পর আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।’

আজ রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘গণতন্ত্র মনে থাকতে হবে, গণতন্ত্র জাতীয় জীবনেও থাকতে হবে। গণতন্ত্র থাকলে পালাতে হয় না। গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায় না। যেমন আমার নেত্রী বেগম খালেদা জিয়া পালাননি। ১/১১-এর সময় তাঁর ওপরে চাপ ছিল। তাঁকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি দেশ ছেড়ে চলে যাননি।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা মানুষের ভোটাধিকারে বিশ্বাস করতেন না। দেশে সুষ্ঠু ভোট হলে তিনি গোপালগঞ্জ-৩ আসন থেকে হয়তো নির্বাচিত হতে পারতেন না। আমি তাঁকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, আপনি কত পার্সেন্ট ভোট পেয়েছেন, ভোটের সেই মুড়িগুলো দেখান। যদি দেখাতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে আপনার গোলামি করব। আর যদি না দেখাতে পারেন, তাহলে আপনি প্রধানমন্ত্রীর পথ থেকে সরে গিয়ে দেশকে বাঁচান। তিনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেননি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনা দেশের বৈধ প্রধানমন্ত্রী ছিলেন না। কোটালীপাড়া-টুঙ্গিপাড়া এলাকায় ওনার যাঁরা চামচা ছিলেন, যাঁরা নেতা-কর্মী ছিলেন, তাঁরা ভোটের বাক্স ভরে দিয়েছেন। এটা কি নির্বাচন হলো? এটা কি গণতন্ত্র হলো? বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই আজকের এই সম্মেলনে সব নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে চাই।’

উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল বাশার হাওলাদার, যুগ্ম আহ্বায়ক ফায়েকুজ্জামান, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ আলী দাড়িয়া, সদস্যসচিব ওলিউর রহমান হাওলাদার প্রমুখ।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি