হোম > সারা দেশ > ঢাকা

ফটোকপি করে রেলের টিকিট বিক্রি, র‍্যাবের হাতে আটক ৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কালোবাজারে টিকিট বিক্রির সময় দেশের বিভিন্ন প্রান্তের টিকিটসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব। 

সোমবার রাত ১১টার দিকে টিকিটসহ আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে রাজধানীর কমলাপুর থেকে রেলের অগ্রিম টিকিটসহ কালোবাজারি চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন রুটের টিকিট উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা রেলের কর্মী কি না জানতে চাইলে র‍্যাব-৩ অধিনায়ক আরিফ বলেন, গ্রেপ্তারকৃতরা কেউই রেলের কর্মী নন। তারা ঈদের অগ্রিম টিকিট নেওয়ার সুযোগে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় কিনে কয়েক হাজার টাকায় বিক্রি করত। এই চক্রটি সাধারণত কমলাপুরের বিভিন্ন ভাসমান শিশু কিশোরদের ব্যবহার করত। তারা এই সকল কিশোরদের দিয়ে লাইন ধরাত। তারপর তাদের সুযোগ আসলে অল্প টাকায় টিকিট কেটে অধিক মূল্যে বিক্রি করত। এদের মধ্যে একজন এক টিকিটে এসি কেবিনের চার সিট বুকিং দিত। পরবর্তীতে সেই টিকিট ফটোকপি করে প্রতিটি টিকিট ১২ হাজার থেকে ১৩ হাজার টাকায় বিভিন্ন মানুষের বিক্রি করে আসছিল। এরাই কৃত্রিম সংকট তৈরি করে আসছিল। 

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলে জানান এ কর্মকর্তা।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার