হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরে ৩৫ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ আটক ১ 

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পাচারকালে মো. ইয়াছিন মিয়া নামের একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানের ওঠার আগে বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জের ৫ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে গতকাল রোববার রাত ৯টার দিকে তাঁকে আটক করা হয়। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আহমেদুর রেজা জানান, আটককালে ইয়াছিন মিয়ার কাছ থেকে ১ হাজার ৬৫০ ব্রিটিশ পাউন্ড, ২ হাজার বাহরাইন দিনার, ৪০০ মার্কিন ডলার, ৬ হাজার ৩০০ ওমান রিয়াল, ৪০ হাজার সৌদি রিয়াল, ১০০ কুয়েতি দিনার, ৩ হাজার ৩৭৫ এমিরেটস দিরহাম এবং ৫৯ হাজার ৬৪০ বাংলাদেশি টাকা জব্দ করা হয়। জব্দকৃত এসব বিদেশি মুদ্রা বাংলাদেশি টাকায় ৩৪ লাখ ৯৮ হাজার ২ টাকার সমান মূল্যমানের। 

মুদ্রা পাচারচেষ্টার অভিযোগে আটক হওয়া ইয়াছিন মিয়া রাজধানীর লালবাগের ১৫ নম্বর হরমন সিলিস্টিতে থাকেন। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক বলেন, ‘ঢাকা থেকে শারজাগামী বিমান বাংলাদেশ এয়ার এয়ারলাইনসের বিজি ১৫১ ফ্লাইটে ইয়াছিন মিয়ার সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল। কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে বিমানে ওঠার আগেই আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জ থেকে তাঁকে বিদেশি মুদ্রাসহ আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্ট আইডেনটিটি কার্ড পাওয়া যায়।’ 

আহমেদুর রেজা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন মিয়া নিয়মিত বৈদেশিক মুদ্রা পাচার করেন বলে জানিয়েছেন। তিনি মাসে চার-পাঁচবার বাংলাদেশ থেকে দুবাই যাতায়াত করেন।’ 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দারা। 

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ