হোম > সারা দেশ > ঢাকা

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আগের মতোই অপতৎপরতা চলছে: বায়রা একাংশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে একটি চক্র আগের মতোই অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একাংশ। আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি নূর আলী বলেন, ‘প্রধানমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর দিকনির্দেশনা থাকা সত্ত্বেও মালয়েশিয়ার শ্রমবাজারকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল আগের মতোই দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।’ 

তিনি বলেন, ‘এই অপতৎপরতার অংশ হিসেবে মালয়েশিয়া ও বাংলাদেশ থেকে দুটি চক্র ২৫ সদস্যের সিন্ডিকেট এরই মধ্যে তাদের স্বার্থ হাসিল করতে সরকার অনুমোদিত ২৫০টি বৈধ রিক্রুটিং এজেন্সিকে সাব এজেন্ট হিসেবে উল্লেখ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’ 

সংবাদ সম্মেলনে বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘কর্মীরা যাতে স্বল্প খরচে স্বচ্ছতার সঙ্গে যেতে পারেন এ জন্য সব রিক্রুটিং এজেন্সির সুযোগ থাকতে হবে।’ 

এই সিন্ডিকেটের সদস্যরা অন্যান্য রিক্রুটিং এজেন্সিগুলোকে এ, বি, সি ক্যাটাগরি হিসেবে তুলে ধরে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছে বলে অভিযোগ করেন বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান। তিনি বলেন, ‘সরকার রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়েছে। এখানে সবার মর্যাদাই সমান। কেউ কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে না।’

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, মিরপুরে দোকানি আহত

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার