হোম > সারা দেশ > ঢাকা

চলচ্চিত্রে আগে ভালো অভিনয়ের প্রতিযোগিতা হতো, এখন হয় চেয়ার দখলের: নৌ প্রতিমন্ত্রী খালিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলচ্চিত্রের উন্নয়নে শিল্পীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে কাজ আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

খালিদ মাহমুদ বলেছেন, ‘চলচ্চিত্রে কে কত ভালো অভিনয় করতে পারে, সেটি নিয়ে আগে চলচ্চিত্রের অভিনেতাদের মধ্যে প্রতিযোগিতা হতো; এখন চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা হয়। চলচ্চিত্রের আবেদন কমে যায়নি। আরও বেশি গতিশীল হয়ে কাজ করতে হবে। দ্বন্দ্ব কমিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে।’

প্রতিমন্ত্রী আজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) অনুষ্ঠানে এসব কথা বলেন। 

সংগঠনের প্রতিষ্ঠার ৫৫ বছর উদ্‌যাপন উপলক্ষে বাচসাস আজ আলোচনা সভা, বাংলা নববর্ষ উদ্‌যাপন ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ভালো চলচ্চিত্র একটি সমাজ ও দেশকে পরিবর্তন করতে পারে। মহান মুক্তিযুদ্ধে চলচ্চিত্রের ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সেক্টরের মতো চলচ্চিত্র সেক্টরও ভালোভাবে এগিয়ে যাবে। বাচসাসের পুরস্কার আগে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন এর আবেদন অনেকটা কমে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র সেক্টর আবার ঘুরে দাঁড়াবে।’ 

চলচ্চিত্র সেক্টরকে ঘুরে দাঁড়ানোর লক্ষ‍্যে প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘এফডিসির আধুনিকায়ন করেছেন (প্রধানমন্ত্রী)। সরকারি প্রচেষ্টায় জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল চালু হবে। সরকারি অনুদানে সিনেমা তৈরি হচ্ছে। সেগুলো মানুষের মন জয় করেছে। চলচ্চিত্রে দর্শক কমেনি। চলচ্চিত্রের মান অনেকটা কমে গেছে। দর্শকদের আগ্রহ আছে। আমাদের চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে দলাদলি আছে। দলাদলি থাকলে ভালো কিছু হবে না। দলাদলি কমাতে হবে।’ 

বাচসাসের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ‍্যামল দত্ত, বিএফইউজের (একাংশ) সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মোল্লা জালাল, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার এবং বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে