টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী হবিবুর রহমান (৭৫) নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে কাগমারীপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হবিবুর রহমান ঘাটাইল উপজেলার চর বকশিয়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১০টায় হাবিবুরের গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার চর বকশিয়া থেকে বাইসাইকেলে কাগমারীপাড়ায় পোনা মাছ কেনার উদ্দেশ্য রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গোরুবোঝাই ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ।