হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণ: নিহত ৩ জনের মরদেহ হস্তান্তর

ঢামেক প্রতিনিধি

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার শিরিন ম্যানশনে বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. ফাহমিদা নার্গিস। 

এর আগে মরদেহ তিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলী। 

প্রতিবেদনে রমজান আলী উল্লেখ করেন, মৃত তিনজনেরই মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম রয়েছে। তবে তাঁদের শরীর কোথাও দগ্ধ হয়নি। ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ফলে ধ্বংসাবশেষ শরীরের ওপর পড়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। 

রমজান আলী জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে তিন মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহতরা হলেন নরসিংদী জেলার বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের আবু সিদ্দিকের ছেলে সাদিকুর রহমান তুষার (৩১), রাজবাড়ী সদর উপজেলার ধুলদি গ্রামের মৃত গোমেদ শেখের ছেলে সফিকুজ্জামান (৪৪) ও গাজীপুরের টঙ্গী কোনাপাড়া এলাকার মফিজউদ্দিন খলিফার ছেলে আব্দুল মান্নান (৬৩)। 

সাদিকুরের ভাই সফিকুর রহমান জানান, বর্তমানে সবুজবাগ বাসাবো কদমতলা এলাকায় থাকতেন সাদিকুর। শিরিন ম্যানশনের তৃতীয় তলায় নিউ জেনারেশনের এইচআর অ্যাডমিনে কর্মরত ছিলেন তিনি। 

মান্নানের স্ত্রী সাহিদা বেগম জানান, তাঁরা লালবাগ পোস্তা ইয়াছিন ব্যাপারীর গলিতে থাকেন। তাঁর স্বামী নিউ জেনারেশন কোম্পানির পিয়নের কাজ করতেন। 

সফিকুজ্জামানের বড় ভাই মহিউদ্দিন জানান, তাঁর ভাই সাভার গেন্ডা এলাকায় থাকতেন। নিউ জেনারেশন কোম্পানির কম্পিউটার অপারেটরের কাজ করতেন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু