হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে অফিসের তালা ভেঙে ২ কর্মচারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোডে একটি ভবনে অফিসের তালা ভেঙে ২ কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন—ইমন (২২) ও ফরহাদ (২০)। 

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ফকিরাপুল কালভার্ট রোডে রুপায়ন তাজ ভবনের ৬ষ্ঠ তলায় মাতৃভূমি নামে ডেভেলপার কোম্পানির অফিসের তালা ভেঙে ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁরা অফিসের পিয়ন। ঈদের ছুটির মধ্যেও তাঁরা অফিসেই ছিল। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃতদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) রাম কানাই সরকার বলেন, বুধবার থেকে তাঁদের পরিবার ও সহকর্মীরা তাঁদের ফোনে কল করে পাচ্ছিল না। পরবর্তীতে বৃহস্পতিবার দরজার তালা ভেঙে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। রুমের মধ্যে মদের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মদ্যপানে তাঁদের মৃত্যু হয়েছে। 

হাসপাতালে ইমনের বোন জামাই মো. লিটন বলেন, ইমন ও ফরহাদ সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বুধবার সকাল থেকে তাঁদের ফোনে পাওয়া যাচ্ছিল না।

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে