হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পুকুর থেকে সুলতানের (১৫) মরদেহ উদ্ধার করেছে স্বজনেরা। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসে বন বিভাগের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল সোমবার দুপুরে খাবার খেয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। 

মৃত সুলতান ময়মনসিংহের নান্দাইল উপজেলার বালিপাড়া এলাকার মো. রমজানের ছেলে। তার বাবা শ্রীপুর রাজাবাড়ি আঞ্চলিক সড়কের পাশে রেলওয়ের জায়গায় ঘর করে সপরিবারে বাস করতেন। তিনি চটপটির ব্যবসা করতেন। 

স্থানীয়রা জানান, মৃত সুলতান অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিল। 

মৃতের বাবা বলেন, গতকাল দুপুরে খাবার খেয়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় সুলতান। পরে সন্ধ্যায় আর বাড়ি ফিরে আসেনি। রাতে সুলতানের সন্ধান করতে শ্রীপুরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকাল ১০টার দিকে স্থানীয় মোস্তফা কামাল বন বিভাগের পুকুরে সুলতানের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃতের বাবা আরও বলেন, শ্রীপুর থানার পুলিশকে অবহিত করে মরদেহ দাফনের ব্যবস্থা করব। কিন্তু কীভাবে সুলতান পানিতে পড়ে মারা গেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, মৃতের বাবা বিষয়টি থানায় অবগত করেছেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা