করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে আট দিনের বিধিনিষেধ। শিল্পকারখানা বাদে এই আট দিন বন্ধ থাকবে সরকারি–বেসরকারি সব অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান।
বিধিনিষেধের এই সময়টা সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিলেও দুদিন আগে থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। আজ মঙ্গলবারও শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যাত্রী ও যানবাহনের চাপ নিযন্ত্রের বাইরে চলে গেছে। এমন চাপ শুধু ঈদেই দেখা যায়।
শিমুলিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়াত আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, শিমুলিয়া ঘাট ও রাস্তায় কোথাও পা ফেলার জায়গা নেই। যাত্রী ও যানবাহনের এতোটাই চাপ যে ঘাট এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রোরো, ডাম্প, মিডিয়াম ও কে–টাইপসহ ১৪টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। মানুষের মধ্যে করোনা নিয়ে কোনো ভাবনা নেই। ফেরিতে গাদাগাদি করে উঠছে সবাই।
এদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, স্পিডবোট বন্ধ থাকার কথা থাকলেও তা চলছে। স্বাভাবিক সময়ে ট্রলারে অল্প-স্বল্প যাত্রী পারাপার করা হলেও গতকাল সোমবার থেকে ট্রলার বোঝাই হয়ে পদ্মা নদী পারি দিচ্ছে মানুষ।