রাজধানীর উত্তরখানে অভাব অনটনের মধ্যে দীর্ঘ অসুস্থতার কারণে মধুসূদন দাস (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
উত্তরখান মাউসাইদের কালী মন্দির সংলগ্ন দিনেশ দাসের বাড়ি থেকে আজ সোমবার বিকেল ৩টার দিকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই ব্যক্তি উত্তরখানের মাউসাইদের দিনেশ দাসের ছেলে। তিনি সেখানেই স্ত্রী ও ছোট সন্তান নিয়ে বসবাস করতেন।
এলাকাবাসী জানায়, দুপুরে মধুসূদন দাসের স্ত্রী ঘরের বাইরে রান্না করছিলেন। তিনি একাই ঘরে ছিলেন। ওই সময় ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। পরে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়া গেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে মধুসূদনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাইদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, মধুসূদন দাস শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর ডায়াবেটিস, পায়ে কাটা ছিল। শরীরের ভারসাম্য রাখতে পারতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন।
ওসি মামুন বলেন, ‘আর্থিক অনটন, রোগ বালাই ও বিভিন্ন কিছু সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’