হোম > সারা দেশ > ঢাকা

অভাবের মধ্যে অসুস্থতা, রাজধানীতে মধ্যবয়সীর আত্মহত্যা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে অভাব অনটনের মধ্যে দীর্ঘ অসুস্থতার কারণে মধুসূদন দাস (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। 

উত্তরখান মাউসাইদের কালী মন্দির সংলগ্ন দিনেশ দাসের বাড়ি থেকে আজ সোমবার বিকেল ৩টার দিকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ওই ব্যক্তি উত্তরখানের মাউসাইদের দিনেশ দাসের ছেলে। তিনি সেখানেই স্ত্রী ও ছোট সন্তান নিয়ে বসবাস করতেন। 

এলাকাবাসী জানায়, দুপুরে মধুসূদন দাসের স্ত্রী ঘরের বাইরে রান্না করছিলেন। তিনি একাই ঘরে ছিলেন। ওই সময় ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। পরে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়া গেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে মধুসূদনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাইদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, মধুসূদন দাস শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর ডায়াবেটিস, পায়ে কাটা ছিল। শরীরের ভারসাম্য রাখতে পারতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। 

ওসি মামুন বলেন, ‘আর্থিক অনটন, রোগ বালাই ও বিভিন্ন কিছু সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার