হোম > সারা দেশ > ঢাকা

অভাবের মধ্যে অসুস্থতা, রাজধানীতে মধ্যবয়সীর আত্মহত্যা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরখানে অভাব অনটনের মধ্যে দীর্ঘ অসুস্থতার কারণে মধুসূদন দাস (৪৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। 

উত্তরখান মাউসাইদের কালী মন্দির সংলগ্ন দিনেশ দাসের বাড়ি থেকে আজ সোমবার বিকেল ৩টার দিকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ওই ব্যক্তি উত্তরখানের মাউসাইদের দিনেশ দাসের ছেলে। তিনি সেখানেই স্ত্রী ও ছোট সন্তান নিয়ে বসবাস করতেন। 

এলাকাবাসী জানায়, দুপুরে মধুসূদন দাসের স্ত্রী ঘরের বাইরে রান্না করছিলেন। তিনি একাই ঘরে ছিলেন। ওই সময় ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। পরে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়া গেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে মধুসূদনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাইদ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, মধুসূদন দাস শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর ডায়াবেটিস, পায়ে কাটা ছিল। শরীরের ভারসাম্য রাখতে পারতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। 

ওসি মামুন বলেন, ‘আর্থিক অনটন, রোগ বালাই ও বিভিন্ন কিছু সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক