হোম > সারা দেশ > ঢাকা

বৃন্দাবন হাটে গরুর ট্রাক চাপায় শিশু নিহত

প্রতিনিধি, উত্তরা

রাজধানীর তুরাগের বৃন্দাবন কোরবানির পশুর হাটে গরু বোঝাই একটি ট্রাকের চাপায় আরফিন আহমেদ নামের দশ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক শাহীন আলমকে (২২) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল শনিবার উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন কোরবানির পশুর হাটে গরু বোঝাই ট্রাক চাপায় একজন শিশু নিহত হয়েছে। পরবর্তীতে গাড়িসহ চালককে গ্রেপ্তার করে সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হওয়া চালককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, নিহত ওই শিশু শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বড়রাগদিয়া গ্রামের রূপচান মিয়ার ছেলে। তাঁরা আরও জানান, গরু বোঝাই গাড়িটি হাটে ঢোকার পর উত্তরা ১৭ নম্বর সেক্টর পশু হাটের দুই নম্বর হাসিল কাউন্টারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে চুয়াডাঙ্গা ট ১১-০১৯৩ নম্বরের একটি ট্রাক ও চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রাক চাপায় শিশু নিহতের ঘটনায় নিহতের বাবা রূপ চান মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ