হোম > সারা দেশ > ঢাকা

বৃন্দাবন হাটে গরুর ট্রাক চাপায় শিশু নিহত

প্রতিনিধি, উত্তরা

রাজধানীর তুরাগের বৃন্দাবন কোরবানির পশুর হাটে গরু বোঝাই একটি ট্রাকের চাপায় আরফিন আহমেদ নামের দশ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক শাহীন আলমকে (২২) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল শনিবার উত্তরা ১৭ নম্বর সেক্টরের বৃন্দাবন কোরবানির পশুর হাটে গরু বোঝাই ট্রাক চাপায় একজন শিশু নিহত হয়েছে। পরবর্তীতে গাড়িসহ চালককে গ্রেপ্তার করে সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার হওয়া চালককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, নিহত ওই শিশু শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বড়রাগদিয়া গ্রামের রূপচান মিয়ার ছেলে। তাঁরা আরও জানান, গরু বোঝাই গাড়িটি হাটে ঢোকার পর উত্তরা ১৭ নম্বর সেক্টর পশু হাটের দুই নম্বর হাসিল কাউন্টারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে চুয়াডাঙ্গা ট ১১-০১৯৩ নম্বরের একটি ট্রাক ও চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ট্রাক চাপায় শিশু নিহতের ঘটনায় নিহতের বাবা রূপ চান মিয়া বাদী হয়ে একটি মামলা করেছেন। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ