হোম > সারা দেশ > ঢাকা

হাজারীবাগে ৯তলা ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের মধুবাজার এলাকার ৯তলার একটি বাড়ি থেকে পড়ে এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর রোডের বাসায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওই শিশুর নাম আকলিমা (১২)। সে ওই বাড়ির এক ফ্ল্যাটে চার দিন আগে গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেয়।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা ওই বাড়ির কেয়ারটেকার আমিনুল হক বলেন, বাড়িটি ৯তলা বিশিষ্ট। বেলা সোয়া ৩টার দিকে হঠাৎ বাড়িটির একতলায় টিনশেডে ওপর শব্দ হয়। এর কিছুক্ষণ পর ভাড়াটিয়াদের চিৎকার শুনতে পান তিনি। তখন টিনের চালার ওপর উঠে দেখেন, ওই মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয় তাকে।

তিনি আরও বলেন, বাড়িটির ৯ম তলায় কাপড় ব্যবসায়ী আব্দুর রশীদ ও কহিনুর বেগম দম্পতি বসবাস করেন। চার দিন আগে ওই বাসার গৃহকর্মীর কাজে যোগ দিয়েছিল আকলিমা। সে ছাড়াও আরেকজন গৃহকর্মী রয়েছে ওই বাসায়।

শিশুটিকে ওই বাড়িতে কাজে দিয়েছিলেন নাজমা বেগম নামের এক নারী। তিনি খবর পেয়ে হাসপাতালে আসেন।

নাজমা বেগম বলেন, তাঁর বাসা রায়েরবাজার নিমতলীতে। চার দিন আগে বিকেল বেলায় রায়েরবাজার হাইস্কুলের ঢালে বসে কান্না করছিল মেয়েটি। তখন এগিয়ে গেলে মেয়েটি কোনো বাসাবাড়িতে কাজ পাইয়ে দিতে অনুরোধ করে। দাবি করে, তার মা-বাবা কেউ নেই। বাড়িতে সৎমা। অন্য একটি বাসায় গৃহকর্মীর কাজ ছেড়ে চলে এসেছে। তখন নিজের ঠিকানাও বলতে পারে না বলে জানিয়েছিল মেয়েটি। শুধু কান্না করছিল। তখন মেয়েটিকে মধুবাজার এলাকার ওই বাড়ির ৯তলার ফ্ল্যাট মালিক ও গৃহকর্তা আব্দুর রশীদের বাসায় নিয়ে যান।

তিনি আরও বলেন, ‘বাবা মায়ের নাম-পরিচয়হীন মেয়েটিকে প্রথমে বাসায় কাজ দিতে না চাইলেও পরে মেয়েটির অনেক অনুরোধে সেদিনই তাকে ছয় হাজার টাকা বেতন দিবে বলে কাজে রেখে দেন গৃহকর্তা। আজকে জানতে পারলাম ছাদ থেকে পরে মারা গেছে আকলিমা।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করতে হাজারীবাগ থানায় অবগত করা হয়েছে।

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ