হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় চলন্ত বাস ও দাঁড়িয়ে থাকা পিকআপে আগুন

আজকের পত্রিকা ডেস্ক­

বাসে আগুন। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসংলগ্ন (ডিইপিজেড) নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিকেলে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ভোরে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ই নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

বাসটি পোশাক কারখানার শ্রমিকদের পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

পুলিশ বলছে, তারা ধারণা করছে, যান্ত্রিক ত্রুটি থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে। অন্যদিকে বাসের চালক জানান, নিজ থেকে আগুন লাগার সুযোগ নেই। কাউকে গাড়িতে আগুন লাগাতেও দেখেননি তিনি।

বাসের চালক রেজাউল বলেন, বিকেলে যাত্রী আনার জন্য খালি বাস নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ডিইপিজেডের দিকে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ডিইপিজেডসংলগ্ন সম্ভার পেট্রলপাম্পের সামনে আসার পর পেছন থেকে আগুনের তাপ অনুভব করার পর পেছনে তাকিয়ে বাসের ভেতরে আগুন জ্বলতে দেখেন। দ্রুত বাস থামিয়ে তিনি বাস থেকে নেমে যান। পরে আশপাশের লোকজনের সহায়তায় বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, প্রথমে বাসের পেছনের ছয় সিটে আগুন লাগে। কোনো কারণ ছাড়া এমনি এমনি বাসে আগুন লাগার কথা না। তবে কাউকে বাসে আগুন লাগাতেও দেখেননি বলেও জানান তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সিট পুড়ে গেছে। আগুনে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ