হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখানে ট্রাকচাপায় মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ রোববার সকাল ১০টার দিকে দক্ষিণখান শহীদনগর এলাকায় ঘটনাটি ঘটে। তিনি গাজীপুর পুবাইলে ইউনিলিভার ডিপোর পরিবহন শাখায় চাকরি করতেন।

নিহত মাসুমের সহকর্মী এনামুল হক ওয়াসির বলেন, তারা দক্ষিণখান ময়নারটেক এলাকায় থাকেন। দুজনই গাজীপুর পুবাইলে ইউনিলিভার ডিপোতে চাকরি করেন। মাসুম পরিবহন শাখায় ছিলেন। সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে একসঙ্গে অফিসে যাচ্ছিলেন তারা। মাসুম পেছনে বসা ছিলেন। একপর্যায়ে দক্ষিণখান শহীদনগর এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে মাসুম পরে যায়। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। তিনি নিজেও সামান্য আহত হন। পরে মাসুমকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাসুমের বন্ধু হাসিবুল কবির বলেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দশবাহা গ্রামে। মাসুমের বাবার নাম ইব্রাহিম খলিল। দক্ষিণখান ময়নাটেক এলাকায় থাকতেন। সকালে মোটরসাইকেলযোগে গাজীপুর অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, দুপুরে দক্ষিণখান এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ট্রাকচাপায় আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক