হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখানে ট্রাকচাপায় মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ রোববার সকাল ১০টার দিকে দক্ষিণখান শহীদনগর এলাকায় ঘটনাটি ঘটে। তিনি গাজীপুর পুবাইলে ইউনিলিভার ডিপোর পরিবহন শাখায় চাকরি করতেন।

নিহত মাসুমের সহকর্মী এনামুল হক ওয়াসির বলেন, তারা দক্ষিণখান ময়নারটেক এলাকায় থাকেন। দুজনই গাজীপুর পুবাইলে ইউনিলিভার ডিপোতে চাকরি করেন। মাসুম পরিবহন শাখায় ছিলেন। সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে একসঙ্গে অফিসে যাচ্ছিলেন তারা। মাসুম পেছনে বসা ছিলেন। একপর্যায়ে দক্ষিণখান শহীদনগর এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে মাসুম পরে যায়। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। তিনি নিজেও সামান্য আহত হন। পরে মাসুমকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাসুমের বন্ধু হাসিবুল কবির বলেন, তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দশবাহা গ্রামে। মাসুমের বাবার নাম ইব্রাহিম খলিল। দক্ষিণখান ময়নাটেক এলাকায় থাকতেন। সকালে মোটরসাইকেলযোগে গাজীপুর অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, দুপুরে দক্ষিণখান এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ট্রাকচাপায় আহত হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব