হোম > সারা দেশ > ঢাকা

পরীমণির মাদক মামলার কার্যক্রম ৬ মাস স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। আর এই সময়ের মধ্যে রুল নিষ্পত্তি না হলে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলবে বলে আদেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। 

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। সে সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। ওই মাদক মামলায় ৩১ আগস্ট জামিন মঞ্জুর হলে পরদিন তিনি কারামুক্ত হন। পরে একই বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। 

গত বছরের ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপর দুই আসামি হলেন পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। গত বছরের ১ মার্চ হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই বছরের ৮ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরপর পরীমণি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। 

পরীমণির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, শাহ মনজুরুল হক, শাহিনুজ্জামান ও সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ