হোম > সারা দেশ > ঢাকা

পরীমণির মাদক মামলার কার্যক্রম ৬ মাস স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে ওই মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। আর এই সময়ের মধ্যে রুল নিষ্পত্তি না হলে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলবে বলে আদেশ দিয়েছেন আদালত। 

আজ সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। 

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। সে সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। ওই মাদক মামলায় ৩১ আগস্ট জামিন মঞ্জুর হলে পরদিন তিনি কারামুক্ত হন। পরে একই বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। 

গত বছরের ৫ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপর দুই আসামি হলেন পরীমণির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। গত বছরের ১ মার্চ হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই বছরের ৮ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরপর পরীমণি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। 

পরীমণির পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, শাহ মনজুরুল হক, শাহিনুজ্জামান ও সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা