হোম > সারা দেশ > ঢাকা

ডিবিকে লক্ষ্য করে গুলি: যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী বাপ্পি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিবির হাতে গ্রেপ্তার তিনজন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী মো. আলী ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি।

যশোর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে আজ রোববার বিকেলে ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান।

ডিবির হাতে গ্রেপ্তার বাপ্পির সহযোগীরা হলেন আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসান।

পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, গতকাল শনিবার রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, ১৮ জুন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করে ডিবি। পরে তাঁর দেওয়া তথ্যমতে পরদিন ফকিরাপুল থেকে পল্টনমুখী একটি প্রাইভেট কার থামানোর নির্দেশ দিলে গাড়িতে থাকা দুই মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। ওই ঘটনায় ডিবির তিন সদস্য আহত হন।

এরপর পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ডিবি। ফকিরাপুলে ডিবি সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর ঘটনার মূল হোতা যে বাপ্পি ছিলেন, তা অনুসন্ধানের একপর্যায়ে জানতে পারে পুলিশ।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি