হোম > সারা দেশ > ঢাকা

ডিবিকে লক্ষ্য করে গুলি: যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী বাপ্পি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিবির হাতে গ্রেপ্তার তিনজন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী মো. আলী ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি।

যশোর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে আজ রোববার বিকেলে ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান।

ডিবির হাতে গ্রেপ্তার বাপ্পির সহযোগীরা হলেন আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসান।

পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, গতকাল শনিবার রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, ১৮ জুন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করে ডিবি। পরে তাঁর দেওয়া তথ্যমতে পরদিন ফকিরাপুল থেকে পল্টনমুখী একটি প্রাইভেট কার থামানোর নির্দেশ দিলে গাড়িতে থাকা দুই মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। ওই ঘটনায় ডিবির তিন সদস্য আহত হন।

এরপর পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ডিবি। ফকিরাপুলে ডিবি সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর ঘটনার মূল হোতা যে বাপ্পি ছিলেন, তা অনুসন্ধানের একপর্যায়ে জানতে পারে পুলিশ।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন