হোম > সারা দেশ > ঢাকা

ডিবিকে লক্ষ্য করে গুলি: যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী বাপ্পি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিবির হাতে গ্রেপ্তার তিনজন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী মো. আলী ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি।

যশোর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে আজ রোববার বিকেলে ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান।

ডিবির হাতে গ্রেপ্তার বাপ্পির সহযোগীরা হলেন আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসান।

পুলিশ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, গতকাল শনিবার রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিন ও ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, ১৮ জুন ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান নামের এক মাদক কারবারিকে আটক করে ডিবি। পরে তাঁর দেওয়া তথ্যমতে পরদিন ফকিরাপুল থেকে পল্টনমুখী একটি প্রাইভেট কার থামানোর নির্দেশ দিলে গাড়িতে থাকা দুই মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। ওই ঘটনায় ডিবির তিন সদস্য আহত হন।

এরপর পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে ডিবি। ফকিরাপুলে ডিবি সদস্যদের লক্ষ্য করে হামলা চালানোর ঘটনার মূল হোতা যে বাপ্পি ছিলেন, তা অনুসন্ধানের একপর্যায়ে জানতে পারে পুলিশ।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার