হোম > সারা দেশ > ঢাকা

‘বিলাস দাদার’ নামে চাঁদাবাজি, গুলশানে হোটেল থেকে গ্রেপ্তার ৭

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর গুলশানে একটি আবাসিক হোটেলে চাঁদাবাজি করার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ডিএমপির গুলশান থানা সূত্রে জানা যায়, ২৪ ডিসেম্বর আনুমানিক রাত ৯টায় অজ্ঞাতনামা ১০-১২ জন লোক গুলশান-২-এর ‘রোজ উড রেসিডেন্স লিমিটেড’ নামের একটি আবাসিক হোটেলে এসে ‘বিলাস দাদা’র কথা উল্লেখ করে হোটেলের স্টাফদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রতিষ্ঠান ভাঙচুর করবে বলে হুমকিও দেয়। পরের দিন দুপুর হোটেলের ম্যানেজার মো. ফরাদুজ্জামানের মোবাইল নম্বরে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে কল দিয়ে ‘বিলাস দাদা’ পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়।

পুলিশ জানায়, একই দিন বেলা ৩টা ১০ মিনিটে হামিদ নামের একজন ব্যক্তি কল করে বিলাস দাদার লোক পরিচয় দিয়ে চাঁদার বিষয়ে সিদ্ধান্ত জানতে চায়। এরই সূত্র ধরে ২৭ ডিসেম্বর রাতে ২৫-৩০ জন ওই হোটেলে ঢুকে মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। স্টাফরা দিতে অস্বীকৃতি জানালে, তাঁরা হোটেলে অবস্থানরত দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে অসদাচরণ ও হয়রানি করে। এ সময় ম্যানেজার ফরাদুজ্জামানের মাধ্যমে হোটেল মালিককে পাঁচ মিনিটের ভেতরে হোটেল এসে তাঁদের দাবি করা চাঁদা দিতে বলেন। না দিলে তাঁরা হোটেল ভাঙচুরের হুমকি দেন।

আরও জানানো হয়, হোটেল মালিক তাৎক্ষণিক বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে, ডিএমপির গুলশান থানা পুলিশ সেখানে পৌঁছে যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। তবে সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে সুজুকি ব্র্যান্ডের দুটি ও টিভিএস ব্র্যান্ডের একটি মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশ।

এ ঘটনায় হোটেল মালিক মেহেদী হাসান তুষারের অভিযোগের প্রেক্ষিতে গুলশান থানায় একটি চাঁদাবাজির মামলা করা হয়েছে বলেও জানানো হয়।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ