হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে দুই গরু ব্যাপারীকে অজ্ঞান করে ২৫ লাখ টাকা ছিনতাই

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে দুই গরু ব্যাপারীকে অজ্ঞান করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তাঁদের একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁওয়ের তিব্বত নাবিস্কো এলাকায় এই ঘটনা ঘটে।

অজ্ঞান পার্টির কবলে পড়া গরুর দুই ব্যাপারী হলেন মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। এঁদের মধ্যে হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আনোয়ারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁদের সহকর্মী নুর ইসলাম জানান, তাঁদের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চরগাঁওয়াইয়া গ্রামে। সেখান থেকে হাসান ও আনোয়ার হোসেন ২৮টি গরু নিয়ে গত বুধবার তেজগাঁও তিব্বত মোড়ের হাটে আসেন। গতকাল রাতেই তাঁদের ২৭টি গরু বিক্রি হয়। গরু বিক্রির ২৫ লাখ টাকা আনোয়ার ও হাসানের কাছেই ছিল। গতকাল রাত সাড়ে ১২টার দিকে তাঁরা দুজন হাট থেকে বের হয়ে যান খাবারের জন্য। অনেক সময় ধরে তাঁদের খোঁজ না থাকায় খোঁজাখুঁজি শুরু করেন সঙ্গীরা। পরে সড়কের পাশে তাঁদের দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের কাছে থাকা ২৫ লাখ টাকা পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, অসুস্থ হাসানকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬