হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে দুই গরু ব্যাপারীকে অজ্ঞান করে ২৫ লাখ টাকা ছিনতাই

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে দুই গরু ব্যাপারীকে অজ্ঞান করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তাঁদের একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁওয়ের তিব্বত নাবিস্কো এলাকায় এই ঘটনা ঘটে।

অজ্ঞান পার্টির কবলে পড়া গরুর দুই ব্যাপারী হলেন মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। এঁদের মধ্যে হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আনোয়ারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাঁদের সহকর্মী নুর ইসলাম জানান, তাঁদের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার চরগাঁওয়াইয়া গ্রামে। সেখান থেকে হাসান ও আনোয়ার হোসেন ২৮টি গরু নিয়ে গত বুধবার তেজগাঁও তিব্বত মোড়ের হাটে আসেন। গতকাল রাতেই তাঁদের ২৭টি গরু বিক্রি হয়। গরু বিক্রির ২৫ লাখ টাকা আনোয়ার ও হাসানের কাছেই ছিল। গতকাল রাত সাড়ে ১২টার দিকে তাঁরা দুজন হাট থেকে বের হয়ে যান খাবারের জন্য। অনেক সময় ধরে তাঁদের খোঁজ না থাকায় খোঁজাখুঁজি শুরু করেন সঙ্গীরা। পরে সড়কের পাশে তাঁদের দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের কাছে থাকা ২৫ লাখ টাকা পাওয়া যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, অসুস্থ হাসানকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস