হোম > সারা দেশ > ঢাকা

স্ত্রীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রীর লাশ নিয়ে গ্রামের বাড়ি পাবনা সদরের রাজাপুরে যাচ্ছিলেন ফরিদুল ইসলাম (৩৪)। রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে স্ত্রীর সঙ্গে তিনিও লাশ হয়ে বাড়ি ফিরেছেন। আজ বুধবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এই ঘটনা ঘটেছে।

ফরিদুল ইসলাম তাঁর স্ত্রী সুলতানা আক্তারকে (২৫) নিয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে বসবাস করতেন।

মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল দাস আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।

মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানার পুলিশ জানায়, সুলতানা আক্তার অসুস্থ হলে কয়েক দিন আগে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ত্রীর লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে আজ বুধবার পাবনায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন ফরিদুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন মা হেনা খাতুন (৫৫) ও ভাতিজা রাইসুল ইসলাম (৫)।

পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি আজ বেলা ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় পৌঁছালে চাকা ফেটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই ফরিদুল ইসলাম মারা যান। আহত হন তাঁর মা ও ভাতিজা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোলরা হাইওয়ে থানার ওসি রূপল দাস বলেন, ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। তবে অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল