হোম > সারা দেশ > নরসিংদী

চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে মো. ইসমাইল মিয়া নামের এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। এর আগে শুক্রবার রাতে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদী সদর থানাধীন করিমপুর বিলপাড় গ্রামের আসাদ মিয়ার ছেলে খলিল মিয়া (২৫) এবং নরসিংদী সদর থানার কালাই গোবিন্দপুরের মো. আব্দুর রহিম মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭)। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ উপজেলার দড়িচর গ্রামের একটি কলাবাগান থেকে মো. ইসমাইল মিয়া (২৪) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন ইসমাইল মিয়া নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মো. ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। এ ঘটনায় ওই দিনই ইসমাইল মিয়ার বাবা ইব্রাহীম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পলাশ থানায় লিখিত অভিযোগ করেন। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ খান ও সাইদুর রহমানের নেতৃত্বে পলাশ থানা-পুলিশের একটি দল অভিযানে নাম। দীর্ঘ ৭২ ঘণ্টা অভিযান চালিয়ে ইসমাইল মিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খলিল মিয়া ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ