হোম > সারা দেশ > নরসিংদী

চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২ 

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে মো. ইসমাইল মিয়া নামের এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ। এর আগে শুক্রবার রাতে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদী সদর থানাধীন করিমপুর বিলপাড় গ্রামের আসাদ মিয়ার ছেলে খলিল মিয়া (২৫) এবং নরসিংদী সদর থানার কালাই গোবিন্দপুরের মো. আব্দুর রহিম মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭)। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পলাশ উপজেলার দড়িচর গ্রামের একটি কলাবাগান থেকে মো. ইসমাইল মিয়া (২৪) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন ইসমাইল মিয়া নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মো. ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। এ ঘটনায় ওই দিনই ইসমাইল মিয়ার বাবা ইব্রাহীম মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পলাশ থানায় লিখিত অভিযোগ করেন। এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) আরিফ খান ও সাইদুর রহমানের নেতৃত্বে পলাশ থানা-পুলিশের একটি দল অভিযানে নাম। দীর্ঘ ৭২ ঘণ্টা অভিযান চালিয়ে ইসমাইল মিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খলিল মিয়া ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন