হোম > সারা দেশ > ঢাকা

পাঁচ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী আটক

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

জ্যাকেটের মধ্যে পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার নিয়ে পাচারের চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের তাজুল ইসলাম (২৬) নামের একজন কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।  

বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিমানের ওই কর্মীকে আটক করা হয়। 

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার সানোয়ারুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ কাতার এয়ারওয়েজ একজন বিমানকর্মীকে আটক করা হয়েছে। আটক হওয়া ওই বিমান কর্মীর নাম তাজুল ইসলাম। আটককালে তাঁর কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।’ 

সানোয়ারুল কবির বলেন, ‘আটককালে তাঁর পরিহিত জ্যাকেটের পকেট থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার জব্দ করা হয়।’ 

উপ-কমিশনার সানোয়ারুল কবির আরও বলেন, ‘কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটটি বিকেল ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। তখন কারও কাছ থেকে কোন কিছু নিয়ে বের হচ্ছে, এমন সন্দেহের ভিত্তিতে তাকে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।’ 

এ ঘটনায় স্বর্ণসহ আটক হওয়া ওই বিমানকর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ঢাকা কাস্টম হাউসে এই কর্মকর্তা জানিয়েছেন। 

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার