হোম > সারা দেশ > ঢাকা

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ছাত্রশিবিরের প্রদর্শনীর সময় বাড়ল

ঢাবি প্রতিনিধি

শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্রের প্রদর্শনী। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ফ্যাসিবাদবিরোধী আলোকচিত্রের প্রদর্শনী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‘ফ্রেমে বন্দী ৩৬ জুলাই: অভ্যুত্থানের পূর্বাপর’ শিরোনামের ওই প্রদর্শনীতে দুই দিন (শনি ও রোববার) ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এই অবস্থায় প্রদর্শনীর সময় আরও এক দিন বাড়ানো হয়েছে।

আজ রোববার জাতীয় জাদুঘরে গিয়ে শিশু-কিশোর, নারী, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড় লক্ষ করা যায়। বেলা ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ প্রদর্শনী। সেখানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশিবিরের বিভিন্ন শাখার নেতা-কর্মীদের উপস্থিতি রয়েছে।

প্রদর্শনীতে ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন কথা, মন্তব্যকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বিভিন্ন মন্তব্য; জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের নাম, ছবি; আন্দোলনে আহতদের ছবি, সংঘর্ষের চিত্র ও আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামা, রাজনৈতিক নেতাদের বিভিন্ন নির্যাতন-নিপীড়নের চিত্র তুলে ধরা হয়।

প্রদর্শনী ঘুরে দেখার সময় আজকের পত্রিকার সঙ্গে কথা হয় ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি আসিফ আব্দুল্লাহর। আসিফ আব্দুল্লাহ বলেন, ছাত্রশিবিরের সম্পর্কে ফ্যাসিবাদী সরকার একটা জুজু তৈরি করেছে। এ প্রদর্শনীর মাধ্যমে সেটা ভেঙে গেছে। এখানে শুধু শিবিরের কর্মীরা আসছেন, এমন নয়; সব স্তরের মানুষ প্রদর্শনীতে আসছেন।

কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী সাফাত বলেন, প্রদর্শনীটি নিয়ে আসলে ছাত্রশিবিরের কাছে অনেক প্রত্যাশা ছিল; কারণ, তারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের ক্ষোভের কারণে পাবলিকলি এ রকম কোনো আয়োজন করতে পারেনি। আসার পর প্রদর্শনী ঘুরে দেখে প্রত্যাশার অনেকটা পূরণ হয়েছে। তবে আয়োজনের চেয়ে জায়গা ছোট হয়েছে, আরও বড় জায়গার প্রয়োজন রয়েছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ