হোম > সারা দেশ > ঢাকা

ট্রাফিক পুলিশকে তুলে নেওয়ার চেষ্টা, বাসসহ কাউন্টার মাস্টার আটক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাকালে কাউন্টার মাস্টারকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাসও জব্দ করা হয়। 

উত্তরার আব্দুল্লাহপুর মোড়ে আজ শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আটক কাউন্টার মাস্টার মো. জাহিদ হাসান (৩৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি টঙ্গীর কাউন্টার মাস্টার বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. নাছির আজকের পত্রিকাকে বলেন, ‘গাজীপুর থেকে রং সাইড দিয়ে অনন্যা ক্ল্যাসিক পরিবহনের বাসটি ঢুকছিল। ট্রাফিক পুলিশ এসে গাড়িটি আটকান। পরে আটক হওয়া লোকটি (কাউন্টার মাস্টার) পুলিশের কলার ধরে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আমরা গিয়ে বাধা দিই। এ সময় আমাকে ধাক্কা দিয়ে আরেকটি গাড়ির চাকার নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় আমার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে গেছে।’ 

ভুক্তভোগী ট্রাফিক কনস্টেবল হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আব্দুল্লাহপুর মোড়ে ডিউটি করছিলাম। তখন গাজীপুর থেকে অনন্যা বাসটি রং সাইড দিয়ে ঢাকায় প্রবেশ করার চেষ্টা করছিল। পরে আমি গাড়িটিকে সিগন্যাল দেওয়া মাত্র দুজন গাড়ি থেকে নেমে আসে। এরপর তাদের একজন জোর ধরে আমাকে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে।’ 

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

ডিসি নাবিদ কামাল শৈবাল আরও বলেন, ‘যদি কর্তব্যরত অবস্থায় পুলিশের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে থাকে তাহলে অবশ্যই অন্যায় করেছে।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার