হোম > সারা দেশ > ফরিদপুর

মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের উপজেলা সদরের বনমালিদিয়া গ্রামের মেছড়দিয়া মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের মৃত চেনের উদ্দিনের ছেলে ভ্যান চালক কালাম শেখ (৬২), পৌর সভার মেছড়দিয়া গ্রামের পাচু শেখের স্ত্রী রুবিয়া বেগম (৫৫) এবং আহত আবদুল মান্নান মোল্লা (৬৫) একই গ্রামের মৃত আইনউদ্দিন মোল্লার ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের উপজেলা সদরের বনমালিদিয়া গ্রামের মেছড়দিয়া মোড় নামক স্থানে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি পরিবহন ভ্যান গাড়িটিকে সড়কে মোড় নেওয়া সময় পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান চালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপর যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আবদুল মান্নান মোল্লাকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে ভর্তি করে। 

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার টিটব শিকদার জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা