জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে সশরীরে ক্লাসে ফিরছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে বিভাগগুলো চাইলে সশরীরে পরীক্ষা নিতে পারবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে হল এবং অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য বলেন, ‘জাতীয় সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে আমাদের ক্লাস বন্ধ আছে। তবে সেশনজট ও শিক্ষাকার্যক্রম সচল রাখতে ক্লাস কার্যক্রম অনলাইনে, পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নিতে পারবে বিভাগগুলো। আবাসিক হল যেভাবে চলছে, স্বাস্থ্যবিধি মেনে সেভাবে চলবে।’
উপাচার্য বলেন, ‘এখন আমাদের অফিস কার্যক্রমও ৩টা পর্যন্ত চলছে। প্রয়োজনে সেটাও আমরা বাড়িয়ে দেব। ল্যাব, প্র্যাকটিক্যাল ক্লাস এবং যেটা অনলাইনের চেয়ে প্রত্যক্ষ জ্ঞানে শিক্ষার্থীদের সহায়তা হয়। সেসব ছোট ছোট ক্লাসও সশরীরে হবে।’