মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারি করেছেন আদালত।
এর আগে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা ১৩ এবং সাড়ে ১২ বছর নির্ধারণকে কেন্দ্র করে সম্মানী ভাতা নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরে মুক্তিযোদ্ধাদের করা পৃথক ১৫টি রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালে রায় দেন হাইকোর্ট। যাতে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য বয়স নির্ধারণ করে দেওয়াকে অবৈধ ঘোষণা করা হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পৃথক লিভ টু আপিল করে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিট আবেদনকারী মুক্তিযোদ্ধাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন এবং ওমর সাদাত।