বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে সাত বছরের শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে ৯ নভেম্বর রাজধানীর আজিমপুর এলাকায় সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামে সাত বছর বয়সী এক শিশু নিহত হয়। ওই ঘটনায় এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়। শিশুটির বাবা নাদির হোসেনের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন এই রিট দায়ের করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন মনির হোসেন হাওলাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। জিহাদ রাজধানীর আজিমপুর দিবাকালীন শিশুযত্ন কেন্দ্র স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।