হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে বিস্ফোরণে দগ্ধ ব্যক্তি গতকাল রোববার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে (লিকেজ) বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাতে জেলা শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন জুয়েল হাওলাদার (৩৫), তাঁর স্ত্রী তানিয়া বেগম (৩০) ও তাঁদের মেয়ে সোহাগী আক্তার (৯)। তাঁরা বাগেরপাড় এলাকার সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়ায় থাকেন।

ফায়ার সার্ভিস ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তানিয়া বেগম রাতে মশার কয়েলের জ্বালানোর জন্য রান্নাঘরে যান। তিনি চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডারে সংযুক্ত পাইপের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় তানিয়া ছাড়াও তাঁর স্বামী ও মেয়ে দগ্ধ হন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই গুরুতর অবস্থায় তানিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের পাইপ ফেটে (লিকেজ) যাওয়ার এ দুর্ঘটনা ঘটেছে। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট