হোম > সারা দেশ > গাজীপুর

স্মার্টফোনে গেমসে আসক্ত হয়ে নিজের শরীরে আগুন দিয়েছে এক শিশু

ঢামেক প্রতিবেদক

স্মার্টফোনে বিভিন্ন কার্টুন ও ফায়ার গেমসে আসক্ত হয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে গাজীপুর সদর আড়িনাল এলাকায় ৬ বছরের শিশু রাফিয়া মুনতাহা। ঘটনাটি ঘটেছে গত ২৭ মার্চ শিশুটির নানার বাড়িতে।

আজ শনিবার বিকেলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই শিশুকে ভর্তি করে স্বজনরা।

শিশুটির মা জিন্নাত জাহান বলেন, মেয়ে রাফিয়া স্মার্ট টিভিতে ও স্মার্টফোনে বিভিন্ন ওয়েব সিরিজের কার্টুন দেখে থাকে। যেমন ফায়ার গেমসসহ অন্যান্য আরও অনেক কার্টুনের দেখে। সেইসব ওয়েব সিরিজের কার্টুনগুলোয় দেখা যায় নিজের শরীরে আগুন ধরিয়ে আবার নিভিয়ে ফেলে। মেয়ে না বুঝে সেসব কার্টুন দেখে চুলার সামনে গিয়ে তার শরীরের সুতির জামার এক অংশ তার দুই হাত দিয়ে মুঠ করে আগুন ধরিয়ে দেয়। পরে নেভানোর চেষ্টা করে কিন্তু নেভাতে পারে না। দাউ দাউ করে শরীরে আগুন ধরে যায়। পরে বাসার লোকজন তাকে জাপটে ধরে তার শরীরের আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে শরীরের অনেক অংশ পুড়ে যায়। 

তিনি আরও বলেন, তাদের বাসা গাজীপুর সদর উত্তর ছায়াবিথি এলাকায়। রাফিয়ার বাবা ফার্মাসিস্ট এসএম মাহমুদুল হাসান। তবে আগুনের ঘটনাটি ঘটেছে তার নানার বাড়ি গাজীপুর সদর ২৮ নম্বর ওয়ার্ড আড়িনাল এলাকায়। রাফিয়া গাজীপুরে একটি বিদ্যালয়ে প্লে গ্রুপে পড়াশোনা করে। ঘটনার পরপরই রাফিয়াকে দগ্ধ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরের ১২ শতাংশ পুড়ে হয়েছে। তার অবস্থা গুরুতর। শিশুটিকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় শিক্ষার্থীপ্রতি বরাদ্দ মাত্র ১২৫ টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা