দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলছে। গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের পাঁচটি কেন্দ্রে সকাল থেকে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। তবে ২০-২৫ জনকে মাঠে কয়েকবার ভোটের লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে।
গণমাধ্যমকর্মীরা ভিডিও নিতে গিয়ে জানতে চাইলে বলেন, তাঁরা সবাই এখানকার ভোটার। লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে ভেতরে কেন যাচ্ছেন না—এমন প্রশ্ন করলে কয়েকজন কেন্দ্রের কাছে গিয়ে আবারও ফেরত আসেন।
বাকিরা দাঁড়িয়ে থাকেন। ভোটার হলে ভেতরে কেন যাচ্ছেন না—এমন প্রশ্ন করলে বলেন, যাব একটু পরে। তবে কিছুক্ষণ পর এই আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত আসেন ভোট দিতে। আরাফাত ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে বাইরে চলে যান। তখন লাইনে দাঁড়ানো সবাই তাঁর সঙ্গে বের হয়ে যান।
কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, এই প্রশ্নের উত্তরে আরাফাত বলেন, ‘গুলশানের লোকজন একটু দেরিতে আসে।’ তবে ভোটার উপস্থিতি অন্যান্য কেন্দ্রে যথেষ্ট বলে দাবি করেন তিনি।