হোম > সারা দেশ > ঢাকা

ছবি তুলতে ভোটের লাইনে ‘ভোটাররা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলছে। গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের পাঁচটি কেন্দ্রে সকাল থেকে ভোটারদের তেমন উপস্থিতি চোখে পড়েনি। তবে ২০-২৫ জনকে মাঠে কয়েকবার ভোটের লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে। 

গণমাধ্যমকর্মীরা ভিডিও নিতে গিয়ে জানতে চাইলে বলেন, তাঁরা সবাই এখানকার ভোটার। লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট দিতে ভেতরে কেন যাচ্ছেন না—এমন প্রশ্ন করলে কয়েকজন কেন্দ্রের কাছে গিয়ে আবারও ফেরত আসেন। 

বাকিরা দাঁড়িয়ে থাকেন। ভোটার হলে ভেতরে কেন যাচ্ছেন না—এমন প্রশ্ন করলে বলেন, যাব একটু পরে। তবে কিছুক্ষণ পর এই আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত আসেন ভোট দিতে। আরাফাত ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে বাইরে চলে যান। তখন লাইনে দাঁড়ানো সবাই তাঁর সঙ্গে বের হয়ে যান। 

কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, এই প্রশ্নের উত্তরে আরাফাত বলেন, ‘গুলশানের লোকজন একটু দেরিতে আসে।’ তবে ভোটার উপস্থিতি অন্যান্য কেন্দ্রে যথেষ্ট বলে দাবি করেন তিনি। 

ঢাকা-১৭ আসনে বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে নির্বাচন করছেন। আরও লড়ছেন ছয়জন প্রার্থী। বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) থেকে একতারা মার্কায় লড়ছেন শাহ আলম, আম মার্কায় ন্যাশনাল পিপলস পার্টির মো. গোলাম ফারুক মজনু, কুলা মার্কায় বিকল্প ধারা বাংলাদেশের মো. আইনুল হক, সোনালি আঁশ মার্কায় তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার, টেলিভিশন মার্কায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ ও বেলুন মার্কা নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ