হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবাজারে পানির ব্যবসার দখল চায় ঢাবি ছাত্রলীগ, ভিসিকে কাউন্সিলরের চিঠি

ফারুক ছিদ্দিক, ঢাবি প্রতিনিধি 

রাজধানীর বঙ্গবাজার এলাকার পানির ব্যবসা দখলের জন্য উঠেপড়ে লেগেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল শনিবার শাখা ছাত্রলীগের ৭০-৮০ জন নেতা-কর্মী বঙ্গ ইসলামিয়া মার্কেটের সামনে শতাধিক পানির জার ফেলে রেখে সারা দিন অবস্থান নেন। এ সময় স্থানীয় কাউন্সিলর (১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, ঢাকা মহানগর দক্ষিণ) সৈয়দা রোকসানা চামেলী ব্যবসায়ীদের পক্ষ নিলে উত্তেজনার সৃষ্টি হয়। পানিবাহী একটি গাড়ি ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এই প্রতিবেদকের। তাঁরা জানান, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর থেকেই পানি ব্যবসায়ীদের কাছে চাঁদা টাকা দাবি করে আসছেন অমর একুশে হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসফাক সরকার আবির। ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকার করলে আবির বলেন, ‘আমার পরিচিত লোক ব্যবসা করবে, দেখি তোরা কেমনে ব্যবসা করিস।’

পল্লব আহমেদ নামের এক পানি ব্যবসায়ী আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার হঠাৎ করে হলের বিপুলসংখ্যক পোলাপান লইয়া আসে আবির। আমাদের যারা পানি দেয়, লেবারের কাজ করে, তাদের মারধর করে, তারা (ছাত্রলীগ) পানি দিতে থাকে। তার আগে বিভিন্নজনকে মারধরসহ টাকা নেয় আবির ও তার সঙ্গে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা।’

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আবিরের নেতৃত্বে ছিলেন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ ইসরাক নাফি, আসাফউদ্দৌলা কাকন, মাহাতাব উদ্দিন চৌধুরী, রেদোয়ানুল হক রাকিব, জায়েদ হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ ওমর নাসিফ, প্রচার সম্পাদক আবদুর রহমান, ছাত্রলীগ নেতা সামিউল হক রাফি, সাজ্জাদ হোসেন দিপুসহ (বহিরাগত তবে হলে অবস্থান করেন) আরও অনেকে। 

এ ছাড়া পানির ব্যবসায় মো. মেজবাহ নামক একজনকে প্রতিষ্ঠিত করতে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের ইন্ধন রয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। মো. মেজবাহ শয়নের বন্ধু বলেও উল্লেখ করেন ব্যবসায়ী। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাজহারুল কবির শয়নের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল করা হলে তিনি সাড়া দেননি।

এদিকে অভিযুক্তদের ছাত্র ও ছাত্রলীগ নামধারী ‘চাঁদাবাজ’ উল্লেখ করে পদক্ষেপ গ্রহণ দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সৈয়দা রোকসানা ইসলাম চামেলী। উপাচার্য বিষয়টি দেখভালের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানকে নির্দেশ দিয়েছেন।

চামেলী আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে শুনে আসতেছি, অমর একুশে হলের ছাত্ররা ব্যবসায়ীদের ডিস্টার্ব করে, চাঁদা দাবি করে, মারধর করে। শনিবার ঘটনাস্থলে আমি গেলে তারা (ছাত্রলীগ) আমার সঙ্গে খুবই বাজে আচরণ করে, জোর করে ব্যবসা করবে বলে জানায়। তখন আমি হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ইসতিয়াক এম সৈয়দ স্যারকে ফোন দিলে স্যার তাদের পুলিশে ধরিয়ে দিতে বলে। পরে প্রক্টর স্যারের নম্বর দেয়, পুলিশও ঘটনাস্থলে আসে তবে পুলিশকে তারা (ছাত্রলীগ) পাত্তা দেয়নি। পরে আমাদের স্থানীয় লোকজন বিশেষ করে নারীরা উপস্থিত হলে তারা পিছু হটে এবং সমঝোতার কথা বলে আবির। আমি তখন বলি, কিসের সমঝোতা! তোমরা তো আমাদের অনেক দোকানদারকে মেরেছ, টাকা নিয়েছ। আর কী চাও?’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযুক্তদের যথাযথ শাস্তির আওতায় আনবেন বলে আশা প্রকাশ করেন চামেলী। 

অভিযোগের বিষয়ে আসফাক হোসেন আবির আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা। সামনে যেন গুরুত্বপূর্ণ পদে আসতে না পারি তার জন্য এসব ছড়ানো হচ্ছে। গতকাল (শনিবার) ভর্তি পরীক্ষার্থীদের সহায়তার কাজে ছিলাম, বঙ্গবাজারে চায়ের দোকানে গিয়ে চা-বিস্কুট খাইতেছিলাম তখন দেখি এক মহিলা (চামেলী) ব্যবসায়ীদের নিয়ে চিল্লাচিল্লি করতেছে, সেখানে গেলে ওই মহিলা আমাদের বলে—তোমরা কারা, এখানে কী জন্য আসছ? তখন আমরা নিজেদের পরিচয় দিই, একপর্যায়ে সামান্য কথা-কাটাকাটি হয়, আমার পরিচয় পেয়ে উনি বলেন, দেখি কেমনে রাজনীতি করো! আমাদের সঙ্গে বাজে আচরণ করার কারণে হলের পোলাপান বলে, আমরা এখানে থাকব, এটা আমাদের ক্যাম্পাস এলাকা, দেখি কী করতে পারেন। এখানে চাঁদাবাজি বা দখলের চেষ্টার ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা।’ 

প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের বাগ্‌বিতণ্ডা ও চাঁদা দাবি করার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলর মৌখিক ও লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। তখন আমি তাৎক্ষণিকভাবে প্রক্টর সাহেবকে দেখতে বলেছি। এ রকম ঘটনা সাম্প্রতিক সময়ে শুনিনি, একসময় শুনতাম। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজ করছে কি না, সেটি খতিয়ে দেখতে প্রক্টরকে বলেছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট