হোম > সারা দেশ > টাঙ্গাইল

কালিহাতীতে আওয়ামী লীগের ৩ নেতা দল থেকে বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার পারখী ও বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গতকাল বুধবার রাতে তাঁদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহরাব আলী ও কালিহাতী উপজেলা যুবলীগের সহসভাপতি মো. সেলিম সিকদার।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক এবং পারখী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজিজুর রহমান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বহিষ্কার করা হয়েছে।

১৭ জুলাই পারখী ও বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১