হোম > সারা দেশ > টাঙ্গাইল

কালিহাতীতে আওয়ামী লীগের ৩ নেতা দল থেকে বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার পারখী ও বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গতকাল বুধবার রাতে তাঁদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, বীরবাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সোহরাব আলী ও কালিহাতী উপজেলা যুবলীগের সহসভাপতি মো. সেলিম সিকদার।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা বলেন, বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক এবং পারখী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজিজুর রহমান। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া নেতাদের বহিষ্কার করা হয়েছে।

১৭ জুলাই পারখী ও বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ