হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আসার আগে বউয়ের মোবাইল ফোন নিয়ে এসেছি: ঢাকামুখী বিএনপির এক নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশকে। পথে পথে পুলিশের চেকপোস্টে চলছে তল্লাশি। বাস, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল আরোহীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেছে পুলিশ। তবে এসবের মধ্যে বিভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকায় রওনা হচ্ছেন বিএনপির নেতা–কর্মীরা। 

আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রবেশমুখে বাড়তি সতর্ক অবস্থানে দেখা গেছে নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মাতুয়াইল এবং সুলতানা কামাল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে পুলিশের সতর্ক অবস্থানে দেখা গেছে। 

সুলতানা কামাল সেতুর উভয় প্রান্তেই বাড়তি সতর্ক ছিল পুলিশ। প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে ব্যাগ তল্লাশি ও মোবাইল ফোন চেক করেন। সন্দেহজনক কিছু না পেয়ে তাঁকে ছেড়ে দেন। 

তল্লাশি থেকে ছাড়া পেয়ে কিছুটা সামনে এগিয়ে মোটরসাইকেল আরোহী এই প্রতিবেদকের কাছে জিজ্ঞাসা করেন তিনি সংবাদকর্মী কিনা। উত্তর পাওয়ার পর হাসিমুখে নাম প্রকাশ না করার শর্তে ওই আরোহী বলেন, ‘আসার আগে মোবাইল চেঞ্জ করে বউয়েরটা নিয়ে আসছি। জানতাম চেক করবে।’ ওই আরোহী জানান তিনি বিএনপি নেতা। এরপর তিনি মোটরসাইকেল চালিয়ে চলে যান। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, ‘প্রতিবার সমাবেশ ঘোষণার পর ঢাকায় যাওয়ার পথে পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষ ও নেতা–কর্মীদের অহেতুক হয়রানি করে। বারবার এই অভিজ্ঞতা তৈরি হওয়ায় বিএনপিকর্মীরা জানে কীভাবে ঢাকায় যেতে হয়। তাঁরা আগেও প্রমাণ করেছে এসব গ্রেপ্তার বা তল্লাশি চালিয়ে সফল হওয়া যাবে না।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট