হোম > সারা দেশ > ঢাকা

৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় দিবস থেকে বাদ দেওয়ার প্রতিবাদ সমাবেশে হামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় দিবসের তালিকা থেকে ৭ মার্চ ও ১৫ আগস্ট বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির মুখপাত্র কুতুব হিলালী, সদস্য সৌমিত্র দেব, মাহবুবসহ অন্তত ৬–৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

খোঁজ নিয়ে জানা যায়, ৭ মার্চ ও ১৫ আগস্ট দিবস বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বিক্ষোভ শুরু করেন ২৫–৩০ জন। এ সময় পাশ থেকে ২৫–৩০ জন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তাঁদের পিটিয়ে তাড়িয়ে দেয়। এতে ৬–৭ জন আহত হয়। 

ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলে পরিচয় দেওয়া কুতুব হিলালী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, অনুমতি নিয়েই আমাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশটি করার জন্য বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে যাই। বেলা সাড়ে ১২টার দিকে ব্যানার নিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করার আগেই ২৫–৩০ জন লোক এসে অতর্কিত হামলা চালায়। এতে আমাকে ও আমাদের ৬–৭ জনকে তারা পিটিয়ে আহত করে। ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছি। 

কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীদের ২–৩ জনের মুখ চিনি তবে নাম জানি না। কর্মসূচি ঘোষণার পর থেকেই তা প্রতিহতের জন্য একটি মহল বলে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি–জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যারা সমর্থন করে তারা এই হামলা করেছে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট