হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুর জেলা আইনজীবী সমতির সভাপতি হানিফ, সম্পাদক তাজুল

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৮৫ জন ভোটারের মধ্যে ২৭২ জন ভোটার ভোট দেন। 

ভোট গণনা শেষে রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাশেদুল হাসান মাসুম। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত (সাদা প্যানেল) হানিফ-তাজুল পরিষদ বিজয়ী হয়েছেন। 

নির্বাচনে ১০টি পদে ১৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে সহসভাপতি পদে মো. আলমগীর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তাজুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, লাইব্রেরি সম্পাদক পদে রেজওয়ানুল হাসান সানি, অডিট সম্পাদক পদে আসাদুল ইসলাম শুভ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। 

১৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. হানিফ মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ কামরুল হাসান পেয়েছেন ১২২ ভোট। 

এ ছাড়া ১৪৫ ভোট পেয়ে সহসভাপতি পদে ছাইদুর রহমান ছাইদ, ১৪৩ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. জামাল ভূঁইয়া, ১৫১ ভোট পেয়ে সহসাধারণ সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন, ১৩৯ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রাধা রাণী দে নির্বাচিত হোন। 

এ ছাড়াও সদস্য পদে কবির হোসেন খোকন, আমিনুর রহমান মোল্লা, সানোয়ার হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন ও বিল্লাল হোসেন নির্বাচিত হন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট