হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বাড্ডায় সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় একটি সেলুনের ভেতর থেকে তারেক মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আফতাবনগর সি ব্লকের ২ নম্বর রোডের লিজেন্ড হেয়ার স্টুডিও নামে সেলুনের ভেতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহরাব হোসেন বলেন, ‘সকালে খবর পেয়ে আফতাবনগরে অবস্থিত ওই সেলুনের সাটার ভেঙে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে ফ্যানের হুকের সঙ্গে গলায় রশি পেচিয়ে ঝুলছিল।’ 

তিনি আরও জানান, ওই যুবক সেলুনে কাজ করতো। সেলুনের ভেতরেই থাকত। সকালে অন্য কর্মচারীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেলুনের সাটার ভেঙে ওই যুবকের ঝুলস্ত মরদেহ দেখতে পাই। 

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতের যে কোনো সময় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। তারেকের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নয়নপুর গ্রামে। বাবার নাম সুজন মিয়া। তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে। 

তারেকের সহকর্মী দেবাশীষ জানান, সুজন সাতদিন যাবৎ এই সেলুনে কাজ করত। সেলুনের ভেতরেই থাকতো। গতরাতে কাজ শেষ করে সেলুনের ভেতরেই ঘুমিয়ে পরে। সকাল ১০টার দিকে সেলুনের সাটার নক করলে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেই। পরে পুলিশ এসে সাটার ভেঙে তারেকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে কি কারনে তারেক গলায় ফাঁসি দিছে তা আমাদের জানা নেই।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব