হোম > সারা দেশ > ঢাকা

ডিএনসিসির উদ্যোগ: মিরপুরে বসানো হয়েছে পোস্টার বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা শহরে যত্রতত্র পোস্টার, রেক্সিন, দেয়ালে লেখা, সাইনবোর্ড ও ব্যানার লাগানোর কারণে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। নগরীর সৌন্দর্য রক্ষায় এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। যেখানে-সেখানে পোস্টার লাগানোর পরিবর্তে নির্ধারিত স্থানে বোর্ড বসাতে প্রকল্প হাতে নিয়েছে ডিএনসিসি। ইতিমধ্যে প্রকল্পের পাইলটিং কার্যক্রম শুরু করা হয়েছে ডিএনসিসির ১৪ নম্বর ওয়ার্ডে। মিরপুর ১০ নম্বর গোলচত্বরসংলগ্ন ১৬ ফিট বাই ৬ ফিট সাইজের একটি বোর্ড স্থাপন করা হয়েছে। আরও পাঁচটি বোর্ড বসানোর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। 

আজ রোববার রাতে ডিএনসিসির কাউন্সিলর মো. হুমায়ুন রশিদ জনি আজকের পত্রিকাকে বলেন, ‘একটি পোস্টার বোর্ড ইতিমধ্যে লাগিয়েছি। আগামীকাল একটি মিটিং করব। তাতে বোর্ড ব্যবহারের নীতিমালা তৈরি করা হবে। কত দিন পোস্টার লাগাতে পারবে। একজন কয়টি পোস্টার লাগাতে পারবে। পোস্টার বোর্ড কার্যক্রম সফল হলে, শহরের সৌন্দর্য আর নষ্ট হবে না।’ 

ডিএনসিসি সূত্র জানিয়েছে, দ্বিতীয় পরিষদের ১৯তম করপোরেশন সভায় ১৪ নম্বর ওয়ার্ডে পাইলটিং কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকে কার্যক্রম চলছে। এই পোস্টার বোর্ড গত শুক্রবার ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উদ্বোধন করতে চেয়েছিলেন। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়। 

ওই বোর্ড সভায় মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ‘অবৈধভাবে পোস্টার, ব্যানার লাগালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে পোস্টার লাগানোর স্থান নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত স্থানেই কেবল পোস্টার লাগানো যাবে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও কেউ পোস্টার লাগাতে পারবে না।’ 

ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে আইন রয়েছে। এ বিষয়ে আমরা ডিএনসিসি থেকে গণবিজ্ঞপ্তি দিয়েও জনগণকে সাবধান করেছি। তারপরও অবৈধভাবে পোস্টার লাগিয়ে শহর নোংরা করা হচ্ছে। এটি আর হতে দেওয়া যাবে না।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার