রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের গাঁজাসহ আল মামুন (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এনায়েত কবির আজ সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এনায়েত কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় গতকাল অভিযান চালিয়ে ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪২ কেজি গাঁজাসহ আল মামুন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিনিয়র এএসপি এনায়েত কবির জানান, গ্রেপ্তার হওয়া মামুন একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।