হোম > সারা দেশ > ফরিদপুর

‘একটা ছোট বিষয় হ্যান্ডেল করতে পারেন না, কীভাবে জনসেবা করবেন’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের জারিকারকের সঙ্গে দুর্ব্যবহার ও মোবাইল কোর্ট বসিয়ে বিচারের হুমকি দেওয়ার ঘটনায় ফরিদপুরের বোয়ালমারীর ইউএনও মো. রেজাউল করিম হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
 
এ সময় হাইকোর্ট বলেন, ‘আদালত সবার ওপরে। আদালতের আদেশ সবার মানতে হয়। আদালতের সমন নিয়ে জারিকারক আপনাদের কাছে গিয়েছিল। উচিত ছিল তাঁকে ধন্যবাদ দেওয়া। অথচ দুর্ব্যবহার করলেন, যে আচরণ করলেন তাতে সভ্য রাষ্ট্রে কলঙ্ক লেগে গেল। আপনি একটা ছোট বিষয় হ্যান্ডেল করতে পারেন না। কীভাবে জনসেবা করবেন? মনে রাখবেন, আইন আদালত আছে বলেই আপনি সম্মান পান। আর আপনি যদি আইন না মানেন, কেউ আপনাকে মানবে না।
 
হাইকোর্ট ইউএনও মো. রেজাউল করিমের উদ্দেশে আরও বলেন, ‘আদালতের জারিকারকের সঙ্গে আপনাদের দুর্ব্যবহারের ঘটনা পত্রিকায় এসেছে। সাধারণ মানুষ ভাবছে বিচার বিভাগ আর নির্বাহী বিভাগের মধ্যে মারামারি লেগে গেছে, এটা শোভনীয় নয়। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে।’
 
পরে আদালত দুজনকেই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে আদালত অবমাননার রুলের বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ধার্য করেন। আদালতে ইউএনও এবং নাজিরের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। এর আগে, গত ৭ জুন ইউএনও মো. রেজাউল করিম ও নাজির উকিল মিয়াকে তলব করেন হাইকোর্ট। 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট