হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারে বিস্ফোরণ: সব তদন্তে দোষ তিতাসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গঠন করা সব তদন্ত কমিটি তিতাসের লাইনের ফুটো থেকে জমা গ্যাসকে দায়ী করেছে। ফায়ার সার্ভিসের জমা দেওয়া প্রতিবেদনে তিতাসের গ্যাস থেকে বিস্ফোরণের বিষয়টি উঠে এসেছে। পুলিশের তৈরি হওয়া প্রতিবেদনেও তিতাসকে দায়ী করা হয়েছে। তিতাসের কর্মকর্তাদের অবহেলার বিষয়টি উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হচ্ছে। তবে বিস্ফোরণের ঘটনায় তিতাসের করা কমিটি দায় চাপিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের ওপর।

গত ২৭ জুন সন্ধ্যায় মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় রাখিনীড় নামের একটি তিনতলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় অর্ধশতাধিক।

বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিস্ফোরক অধিদপ্তর, তিতাস ও পেট্রোবাংলার পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান সোমবার আজকের পত্রিকাকে বলেন, আমাদের তদন্তের কাজ প্রায় শেষ। আমরা দ্রুতই প্রতিবেদন জমা দেবো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবং সংস্থাটির গঠিত তদন্ত কমিটির প্রধান দীনমনি শর্মা সোমবার আজকের পত্রিকাকে বলেন, আমরা শুরুতেই বলেছিলাম তিতাসের গ্যাস থেকে চেম্বার তৈরি হয়ে বিস্ফোরণ ঘটেছে। আমাদের তদন্তেও সেটিই বেরিয়ে এসেছে।

তদন্ত কমিটির সদস্যরা বলছেন, তাঁরা ভবনের পশ্চিম পাশের বেঙ্গল মিটের দোকান ও চিলার রুমে মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছেন। যা তিতাসের পাইপ থেকে লিকেজ হয়েছে বলে প্রমাণ পেয়েছেন তাঁরা। তিতাসের গ্যাস পাইপ থেকে একটি সংযোগ ছিল ভবনে। ভবনে একটি পরিত্যক্ত গ্যাস রাইজারও পাওয়া গেছে। সেই সংযোগ পাইপ থেকে লিকেজ হয়ে গ্যাস বেঙ্গল মিটের চিলার রুমে গিয়ে জমাটবদ্ধ হয়েছিল।

ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় তিতাসের গঠিত কমিটি তড়িঘড়ি করে নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলার কাছে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে নিজেদের দায় এড়িয়ে এলপিজি সিলিন্ডারের কারণে শর্মা হাউজের কিচেন থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে তারা উল্লেখ করেছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল