হোম > সারা দেশ > ঢাকা

পেনশন স্কিম: জবি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ, ইউজিসি ঘেরাওয়ের হুমকি

জবি সংবাদদাতা 

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা-কর্মচারীরা। দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও করার হুমকি দেন তাঁরা। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। পরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে সদরঘাটগামী রাস্তা অবরোধ করেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুর ১২টার পর তাঁরা সড়ক ছেড়ে দেন। 

রাস্তা অবরোধ করে কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকার বা প্রশাসনের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন কুচক্রী মহলের বিরুদ্ধে। প্রত্যয় স্কিম বাতিল না হলে আমরা কেউই কর্মক্ষেত্রে ফিরব না।

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘পেনশন আমাদের অধিকার। আমাদের সেই অধিকারে থাবা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।’ 

কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল কাদের বলেন, ‘প্রত্যয় স্কিমের নামে বিশ্ববিদ্যালয়গুলোতে হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। আমরা দেখেছি গতকাল আলোচনার নামে প্রহসন সৃষ্টি হয়েছে। আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে মহাসমাবেশের ডাক দেব। শিক্ষকদের বুঝ দেওয়া হয়েছে, তাঁরা ক্লাসে ফিরলেও আমরা ফিরব না। প্রয়োজনে ইউজিসি ঘেরাও করব।’

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি