হোম > সারা দেশ > ঢাকা

পেনশন স্কিম: জবি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ, ইউজিসি ঘেরাওয়ের হুমকি

জবি সংবাদদাতা 

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা-কর্মচারীরা। দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও করার হুমকি দেন তাঁরা। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। পরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে সদরঘাটগামী রাস্তা অবরোধ করেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুর ১২টার পর তাঁরা সড়ক ছেড়ে দেন। 

রাস্তা অবরোধ করে কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকার বা প্রশাসনের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন কুচক্রী মহলের বিরুদ্ধে। প্রত্যয় স্কিম বাতিল না হলে আমরা কেউই কর্মক্ষেত্রে ফিরব না।

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘পেনশন আমাদের অধিকার। আমাদের সেই অধিকারে থাবা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।’ 

কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল কাদের বলেন, ‘প্রত্যয় স্কিমের নামে বিশ্ববিদ্যালয়গুলোতে হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। আমরা দেখেছি গতকাল আলোচনার নামে প্রহসন সৃষ্টি হয়েছে। আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে মহাসমাবেশের ডাক দেব। শিক্ষকদের বুঝ দেওয়া হয়েছে, তাঁরা ক্লাসে ফিরলেও আমরা ফিরব না। প্রয়োজনে ইউজিসি ঘেরাও করব।’

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ