হোম > সারা দেশ > ঢাকা

পেনশন স্কিম: জবি কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ, ইউজিসি ঘেরাওয়ের হুমকি

জবি সংবাদদাতা 

প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা-কর্মচারীরা। দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও করার হুমকি দেন তাঁরা। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। পরে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে সদরঘাটগামী রাস্তা অবরোধ করেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুর ১২টার পর তাঁরা সড়ক ছেড়ে দেন। 

রাস্তা অবরোধ করে কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন বলেন, ‘আমাদের এই আন্দোলন সরকার বা প্রশাসনের বিরুদ্ধে নয়। আমাদের আন্দোলন কুচক্রী মহলের বিরুদ্ধে। প্রত্যয় স্কিম বাতিল না হলে আমরা কেউই কর্মক্ষেত্রে ফিরব না।

কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘পেনশন আমাদের অধিকার। আমাদের সেই অধিকারে থাবা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।’ 

কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল কাদের বলেন, ‘প্রত্যয় স্কিমের নামে বিশ্ববিদ্যালয়গুলোতে হয়রানি করা হচ্ছে। আমাদের দাবি কোনো অযৌক্তিক দাবি নয়। আমরা দেখেছি গতকাল আলোচনার নামে প্রহসন সৃষ্টি হয়েছে। আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে মহাসমাবেশের ডাক দেব। শিক্ষকদের বুঝ দেওয়া হয়েছে, তাঁরা ক্লাসে ফিরলেও আমরা ফিরব না। প্রয়োজনে ইউজিসি ঘেরাও করব।’

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ