হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ধান কাটার এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোচালকসহ আহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার সকালে শ্রীপুর উপজেলার মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কের ন্যাশনাল পোলট্রির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. আনসারুল্লাহ (৫৫) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার চকপলাশবাড়ি গ্রামের মাইনুদ্দিনের ছেলে।

আহতরা হলেন—একই এলাকার মো. ইয়াকুব মন্ডল (৫৫), মো. আলম মন্ডল (৫০), আব্দুস ছাত্তার (৪৫) ও লুৎফর রহমান (৪০)। তাঁরা সবাই ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে শ্রীপুরে এসেছিলেন।

নিহত আনসারুল্লাহর ভাতিজা হাসিনুর রহমান জানান, চাচা শ্রীপুর পৌরসভার বাঘমারা এলাকায় বসবাস করে সেখানেই চাকরি করতেন। কিছুদিন আগে গ্রামের আরও কয়েকজনকে নিয়ে ধান কাটতে এসেছিলেন। বুধবার সকালে তারা অটোরিকশায় করে মাওনা থেকে বরমী এলাকায় যাচ্ছিলেন। পথে ন্যাশনাল পোলট্রির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটি সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আনসারুল্লাহ মারা যান। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসমাউল হুসনা জানান, আনসারুল্লাহকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট